৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ২:৩৭

বিজয় দিবস উপলক্ষ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ

প্রাইমনারায়ণগঞ্জ.কম

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ওসমানী পৌর স্টেডিয়ামে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে দেওভোগ সোহরাওয়ার্দী মার্কেটের ১নং গলির উদ্যোগে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

মো. রানা মুন্সী, মো. জুয়েল ও মাহবুবের পরিচালনায় এ প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেওভোগ পোষাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক (লিলু ভূইয়া)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক মো. বাবুল দেওয়ান, কোষাধ্যক্ষ রমজান মাদবরসহ মার্কেটের অন্যান্য ব্যবসায়ী বৃন্দরা।

আরও উপস্থিত ছিলেন সাদ্দাম, রিয়াদ, মো. শিমুল প্রমুখ।
এ প্রীতি ম্যাচে দুটি দল অংশগ্রহন করে এবং ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান মো. শোভন।

বাছাইকৃত সংবাদ