
নগর প্রতিবেদকঃ
নগরীর চাষাড়া বালুর মাঠ এলাকায় হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে নারায়াণগঞ্জ সদর থানা পুলিশ। এসময় উচ্ছেদ করা হয় ২০-২৫টি অস্থায়ী দোকান।
রোববার ৪ঠা অক্টোবর সকাল ১১ টায় সদর থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় ।
বালুর মাঠ এলাকায় দীর্ঘদিন যাবৎ রডের দোকান ও ভ্রাম্যমাণ দোকানগুলো রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করে আসছে। এর ফলে ক্ষুদ্র থেকে বৃহৎ যানজটের সৃষ্টি হয় মুহুর্তেই। তবে এই যানজট থেকে নগরবাসীকে মুক্তি দিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ ।
উচ্ছেদ অভিযান পরিচালনার পাশাপাশি হকার ও রড দোকান মালিকদের সাবধানবাণী দেওয়া হয় ।এসময় দোকান ও দোকান মালিকদের নাম তালিকা করে নিয়ে যায় পুলিশ।
নারায়ণগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান প্রাইম নারায়ণগঞ্জকে জানান, শহরকে যানজটমুক্ত করতেই এই উচ্ছেদ অভিযান। প্রধান সড়কে যাতে যানজট সৃষ্টি না হয় সেজন্য এ অভিযান নিয়মিত চলবে।
No posts found.