৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ১১:১৩

সারাদেশে ধর্ষণের প্রতিবাদে সাংস্কৃতিক জোটের মানববন্ধন

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নগর প্রতিবেদকঃ

সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে ছাত্রলীগ কর্তৃক স্ত্রীকে গণধর্ষণ, খাগড়াছড়িতে মারমা তরুণীকে গণধর্ষণ, নারায়ণগঞ্জ, যশোর, মানিকগঞ্জে ধর্ষণ ও সাভারে নীলা রায় হত্যার দ্রুত বিচারের দাবীতে মানবন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

বুধবান ৩০শে সেপ্টেম্বর বেলা ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, চলতি বছরের জানুয়ারী থেকে আগষ্ট মাস পর্যন্ত ৮৮৯ জন নারী ধর্ষিত হয়েছে এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪৬ জনকে। এই হিসবাগুলো আমাদেরকে ভীত করে কিনা।

তিনি আরও বলেন, আমাদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীকে খোঁজতে গিয়ে স্বামীর বন্ধু দ্বারা ধর্ষিত হয়েছে। পরে আবার আরেকজন তাকে ধর্ষণ করেছে। আমরা এই হত্যাকান্ড ও ধর্ষনের দ্রুত বিচারের দাবী জানাই।

আরও পড়ুন: , , ,

বাছাইকৃত সংবাদ

No posts found.