
নগর প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ জেলা পুলিশের আওতাধীন নারায়ণগঞ্জ ট্রাফিক অফিসের সংস্কার ও সৌন্দর্য্যবর্ধন কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
বৃহস্পতিবার ১লা অক্টোবর সন্ধ্যায় হঠাৎ করে মেট্রো হল সংলগ্ন ট্রাফিক অফিসের সংস্কার কাজ পরিদর্শনে যান তিনি।
পরিদর্শনকালে ট্রাফিক অফিসের ফ্লোরে টাইলস লাগানো, বেশ কয়েকটি গাছের স্থায়ী টব স্থাপন এবং প্রধান ফটকের সামনে সংস্কার সহ বেশ কিছু বিষয়ে দিক নির্দেশনা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের এডমিন অফিসার কামরুল ইসলামসহ ট্রাফিক অফিসের অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, এর আগে গত ১লা সেপ্টেম্বর ট্রাফিক অফিসে ট্রাফিক পুলিশদের থাকার জন্য ছায়ানীড় নামে একটি ট্রাফিক ব্যারাকের উদ্বোধন করেন।
No posts found.