
ফতুল্লা প্রতিনিধিঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে কটুক্তিকারী আলাউদ্দিন জিহাদীকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ২০ সেপ্টেম্বর দুপুরে ফতুল্লার মামুদপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, আলাউদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আজকেই আদালতে প্রেরণ করা হবে।
ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদৌস বলেন, মাওলানা আহমদ শফীর মৃত্যুতে প্রধাণমন্ত্রী ও রাষ্ট্রপতিসহ সারাদেশ শোকাহত। কিন্ত আলাউদ্দিন জিহাদী হযরতের কুটুক্তি করেছে। আমরা তার সর্বোচ্চ বিচার চাই।
No posts found.