
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জে বিউটি পার্লারকর্মী ও দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আব্দুল কুদ্দুস নয়ন(৩৫) কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ৭ অক্টোবর বুধবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।এরপর বৃহস্পতিবার সকালে অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। সে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত।
মামলা সূত্রে জানা যায়, ফেসবুকের পরিচয়ের সূত্র ধরে নয়নের সাথে প্রায়ই কথা হতো ওই নারীর।গত ২ বছর কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর সুযোগ কাজে লাগিয়ে নয়ন প্রায় সময়ই ওই নারীর বাসায় যাতায়াত করতো। সবশেষ গত ৬ অক্টোবর বিকালে নয়ন আবারও ওই নারীর বাসায় এসে বিয়ের কথা বলবে বলে দরজা বন্ধ করে দেয়। ওই নারী দরজা বন্ধ করতে বারণ করলে তার অনুরোধ না মেনে জোরপূর্বক ধর্ষণ করে নয়ন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান,রাজারবাগ থেকে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় আনা হয়৷ পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে৷
No posts found.