
প্রাইম প্রতিবেদকঃ
সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পরে ফারহানা আক্তার স্বর্ণা নামে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নিহতের স্বামী ও ৭ বছরের সন্তান।
শুক্রুবার ২রা অক্টোবর দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার সামনে পিছন থেকে আসা ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা ও নিহতের পরিবার জানায়, গোদানাইলে থেকে চিটাগাংরোড যাওয়ার পথে সিদ্ধিরগঞ্জ থানার সামনে একটি অজ্ঞাত ট্রাক পিছন থেকে এসে চলন্ত মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেলে ৩ আরোহীর মধ্যে পিছনে বসেছিলেন ফারহানা আক্তার স্বর্ণা, মাঝে ৭ বছরের সন্তান ও সামনে ছিলেন স্বামী । ট্রাকের ধাক্কাটিতে আঘাত পেয়ে ছিটকে পরে সাথে সাথে প্রাণ হারায় ওই নারী।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুল ফারুক জানান, দূর্ঘটনাটি আমাদের থানার সামনেই ঘটেছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। ওই নারীর লাশ উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
No posts found.