৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ১০:২০

অ্যাটর্নী মাহবুবে আলমের মৃত্যুতে মিলাদ ও দোয়া

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জঃ

বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম এর মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার  ৪ঠা  অক্টোবর বাদ জোহর নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির বার ভবনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়ার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলমের স্মৃতিচারণ করেন।

আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়ায় উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর এড. ওয়াজেদ আলী খোকন, সমিতির সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, বর্তমান সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান, জিপি এড. মেরিনা বেগম, এড. একরামুল হক প্রমুখ।

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়ায় মাহবুবে আলমের রূহের মাগফেরাত, বঙ্গবন্ধু ও ওসমান পরিবারের জীবিত সকল সদস্যদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করা হয়।

এছাড়া বঙ্গবন্ধু ও ওসমান পরিবারের মৃত সদস্যদেরসহ করোনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রূহের মাগফেরাত কামনা করা হয়।

বাছাইকৃত সংবাদ

No posts found.