৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, দুপুর ১২:১৭

ফতুল্লায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৫

প্রাইমনারায়ণগঞ্জ.কম

ফতুল্লা প্রতিনিধিঃ  

মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে ফতুল্লায় বাড়ইভোগ এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় ৫জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর রাতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিশোর গ্যাংয়ের একটি গ্রুপ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। এই গ্রুপটির নেতৃত্ব থাকা সাব্বির, ফেরদৌস ও জাহিদ বেশ দাপট নিয়ে মাদক ব্যবসা করে আসছে। গতকাল রাতে মাদক বিক্রি করার সময় এলাকাবাসী বাধা দিলে তাদের উপর চরাও হয়ে হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসময় দুজনকে কুপিয়ে জখমসহ ৫ জনকে আহত করে তারা। .

পরে আহতদের উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে ৩ জন চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে বুলু ও হৃদয় নামে দুইজন গুরুতর আহত হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, আমাদের কাছে কেউ এখন পর্যন্ত এ বিষয়ে অভিযোগ করেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

বাছাইকৃত সংবাদ

No posts found.