
প্রাইম প্রতিবেদকঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ।
সোমবার ২৮শে সেপ্টেম্বর সকাল ১০টায় নগরীর ২নং রেলগেট সংলগ্ম জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত মো. শহিদ বাদল, যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমাস বাচ্চু, সাবেক সংসদ সদস্য হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জি শেখ সাইফুল ইসলামসহ অনেকে। পরে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন।
No posts found.