
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাছিমপুর গ্রামের বাসিন্দা ও ঢাকাস্থ শেখ বোরহান উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র শাকিল মুন্সি (২২) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
সোমবার ১লা মার্চ উপজেলার বংশীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
বাড়ির পার্শ্ববর্তী বংশীনগর এলাকায় ফসলি জমি দেখতে গেলে পূর্ব শত্রুতার জের ধওে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। তার ডাক চিৎকাওে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত শাকিল মুন্সীকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যপাওে মাহমুদাবাদ এলাকার সালাউদ্দিনের ছেলে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী, মাদক, অস্ত্র, ধর্ষণ ও হত্যাসহ একাধিক মামলার আসামী সোলমান ও তার সহযোগী রাজীব, জব্বর আলী, আকাশ, বাবুকে আসামীকওে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদিও বলেন, এ ব্যপাওে অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত কওে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সোলমানের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
No posts found.