
ফতুল্লা প্রতিনিধিঃ
ফতুল্লার পশ্চিম তল্লার মসজিদে বিস্ফোরণের ঘটনায় মোবারক হোসেন নামে এক বিদ্যুৎমিস্ত্রীকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে মোবারক হোসেনকে ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিআইডি।
এরআগে শনিবার তিতাসের ৪ প্রকৌশলীসহ ৮ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে ২দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি।
নারায়ণগঞ্জ সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশিদ জানিয়েছেন, বায়তুস সালাত জামে মসজিদে দুইটি বৈদ্যুতিক সংযোগ রয়েছে একটি সংযোগ অবৈধ। সেই সংযোগসহ সব ধরনের মসজিদের ওয়ারিং করেছিলেন মোবারক হোসেন।
No posts found.