
আদালত প্রতিবেদকঃ
সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে আড়াইবছরের শিশুর সামনে গৃহবধুকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত ২ আসামীকে ১ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ১লা অক্টোবর সকালে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এ আদেশ দেয়। রিমান্ডপ্রাপ্ত আসামীরা হলেন গাজীপুর সারদাগঞ্জ এলাকার শামসুল বিশ্বাসের ছেলে মহসিন ও সিরাজগঞ্জ উল্লাপাড়া কেশবগঞ্জ এলাকার রমজান।
জানা যায়, আসামীকে আদালতে উপস্থিত করে ৩ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৮ সেপ্টেম্বর আড়াই বছরের সন্তানকে সঙ্গে করে নিজের স্বামীকে খুঁজতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। সিদ্ধিরগঞ্জের মিজমিজি সাহেবপাড়া নতুন রাস্তা একটি ভবনে এমন ঘটনা ঘটে। এই ঘটনায় নির্যাতিতা সেই নারী দুইজনের নাম উলেখ্য করে থানায় একটি মামলা দায়ের করেন। যেখানে গাজীপুর সদরের বাউপাড়া গ্রামের সামসুল বিশ্বাসের ছেলে মো. মহসিন ও সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার কেশবগঞ্জের রমজানকে আসামী করা হয়।
No posts found.