৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, দুপুর ১:২৩

তল্লা মসজিদ বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নিজস্ব প্রতিবেদকঃ

ফতুল্লার পশ্চিম তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের দগ্ধ শাহাদাত হোসেন সিফাত (১৯) নামে  আরও ১ জনের মৃত্যু হয়েছে। তার তার বাড়ি পশ্চিম তল্লা এলাকায়। এ নিয়ে ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে।

মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

হাসপাতালটির আবাসিক সার্জন পার্থ সংকর পাল এ তথ্য নিশ্চিত করে জানান, বিস্ফোরণের ঘটনায় সিফাতের শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিলো। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল।

এ পর্যন্ত মারা যাওয়া  ব্যক্তিরা হলেন, ইমাম আবদুল মালেক আনসারী (৬০), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮) ও তার ছেলে জুনায়েদ (১৭), দুই ভাই জোবায়ের (১৮) ও সাব্বির (২১), কুদ্দুস ব্যাপারী (৭২), মোস্তফা কামাল (৩৪), রাশেদ (৩০), হুমায়ুন কবির (৭২), জামাল আবেদিন (৪০), ইব্রাহিম বিশ্বাস (৪৩), মো. রিফাত (১৮), মাইনুউদ্দিন (১২), ফতুল্লার জয়নাল (৩৮), নয়ন (২৭), নিজাম (৩৪), রাসেল (৩৪), কাঞ্চন হাওলাদার (৫০), শিশু জুবায়ের (৭), নাদিম (৪৫), বাহার উদ্দিন (৫৫), শামীম হাসান (৪৫) জুলহাস (৩৫), মোহাম্মদ আলী (৫৫), আবুল বাশার মোল্লা (৫১), মনির ফরাজি (৩০), ইমরান হোসেন (৩০), হান্নান (৫০), আব্দুস ছাত্তার (৪০), শেখ ফরিদ (২১) ও নজরুল ইসলাম (৫০), আব্দুল আজিজ (৪০) ও শাহাদাত হোসেন সিফাত (১৯)।

উল্লেখ্য, শুক্রবার ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণ হয়। এ ঘটনায় মোট ৩৭জন দগ্ধ হয়ে ৩৪ জন মারা গেছেন। এর মধ্যে মামুন নামে একজনের অবস্থা ভাল হওয়ায় বাড়ি ফিরে গেছেন।

এছাড়া শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও দুইজন চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।   

বাছাইকৃত সংবাদ

No posts found.