৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, রাত ১১:২০

জাফলং ভ‌্যা‌লী বো‌র্ডিং স্কু‌লের প‌রি‌চি‌তি সভা

প্রাইমনারায়ণগঞ্জ.কম

জাফলং ভ‌্যালী বো‌র্ডিং স্কুল এর প‌রি‌চি‌তি সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) সন্ধায় নারায়ণগঞ্জ ক্লাব লি. এর ৪র্থ তলায় কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জবাসীর কাছে স্কুল‌টির কার্যক্রম সম্পর্কে অব‌হিত করতে এই প‌রি‌চি‌তি সভা‌টি অনু‌ষ্ঠিত হয়। জাতীয় কা‌রিকুলা‌ামের অধীনে প‌রিচা‌লিত সিলেটের শ্রীপুর জৈন্তাপুর এলাকায় ১৫০ একর এলাকাজুড়ে অব‌স্থিত এ স্কুল।

জাফলং ভ‌্যালী বো‌র্ডিং স্কুলের ভাইস প্রিন্সিপাল মাহাবুব হোসেনের সভাপ‌তিত্বে অনু‌ষ্ঠিত এ প‌রি‌চি‌তি সভায় প্রধান অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত‌ ছিলেন ওয়েস্ট এপারেলস এর এম‌.ডি আ‌সিফ হাসান মাহমুদ মানু, C.E.O ই‌ঞ্জি. ম‌শিউর রহমান বিপ্লব, চেয়ারম‌্যান এস এম আব্দুল্লাহ, বাংলাদেশ হো‌সিয়ারী এসো‌সিয়েশনের সভাপ‌তি ও না‌সিক ১৬নং ওয়ার্ড কাউ‌ন্সিলর শেখ মোঃ নাজমুল আলম সজল, না‌সিক ১৩নং ওয়‌ার্ড কাউ‌ন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ১২নং ওয়ার্ড কাউ‌ন্সিলর শওকত হাশেম শকু, ১০নং ওয়ার্ড কাউ‌ন্সিলর ইফতেখার আলম খোকন, ৮নং ওয়ার্ড কাউ‌ন্সিলর মোঃ রুহুল আ‌মিন, ২২নং ওয়ার্ড কাউ‌ন্সিলর হান্নান সরকার, না‌সিক ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের সংর‌ক্ষিত ম‌হিলা আসনের কাউ‌ন্সিলর শারমীন হা‌বিব বিন্নী সহ নারায়ণগঞ্জের স্থানীয় বি‌শিষ্ট ব‌্যা‌ক্তিবর্গ।

জাতীয় কা‌রিকুলামের অধীনে ৬ষ্ঠ শ্রেনী থেকে ৯ম শ্রেনী ও একাদশ শ্রেনীতে ভ‌র্তি চলছে।

বাছাইকৃত সংবাদ

No posts found.