৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সন্ধ্যা ৬:৩১

রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিন পালন

প্রাইমনারায়ণগঞ্জ.কম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করেছে স্বেচ্ছাসেবকদল।

শনিবার (২১ নভেম্বর) রূপগঞ্জের ভুলতায় রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিননের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি আনোয়ার সাদাত সায়েম

জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি জাহিদ আমিরের সভাপতিত্বে জন্মদিনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি আনোয়ার সাদাত সায়েম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি আঃ হালিম, শফিউল আজম রাজু, যুগ্ম সম্পাদক সোলমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল নেতা সেলিম, মামুন সানি, শিপন, মামুন প্রধান, বাদল, আবু দায়েন, শাহিন প্রমুখ।

কেক কাটার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্থ্যতা কামনা করা হয়।

বাছাইকৃত সংবাদ

No posts found.