৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, দুপুর ১২:০৬

মুক্তি মিলল আলাউদ্দিন জিহাদীর

প্রাইমনারায়ণগঞ্জ.কম

আদালত প্রতিবেদকঃ

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপদেষ্টা মুফতি আলাউদ্দিন জিহাদীকে জামিন দিয়েছে আদালত।  

রোববার  ২৭শে  সেপ্টেম্বর  নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত এ জামিন মঞ্জুর করেন।

জিহাদীর জামিনের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন।

প্রসঙ্গত, ফেসবুকে হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে কটূক্তির অভিযোগে মুফতি আলাউদ্দিন জিহাদীকে গত ২০ সেপ্টেম্বর গ্রেফতার করেছে পুলিশ। দেওভোগ মাদ্রাসার খতিব হারুনুর রশিদ ফতুল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের উপদেষ্টা ও ফতুল্লার মাহমুদপুর আবতাহী মুজাদ্দেদিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মুফতি আলাউদ্দিন জিহাদীর ফেসবুক পেজ থেকে একটি আপত্তিকর স্ট্যাটাস দেওয়া হয়।

আলাউদ্দিন জিহাদীর গ্রেফতারের পর থেকে তার মুক্তির দাবিতে গত ৪ দিন মানববন্ধন, সভা, সমাবেশ করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নারায়ণগঞ্জের নেতারা।

আন্দোলনের অংশ হিসেবে আজ রোববার গণজমায়েতের ঘোষনা দিলে গতকাল হেফাজত ইসলাম নারায়ণগঞ্জ পাল্টাপাল্টি কর্মসূচী ঘোষনা করলে নারায়ণগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করা হয়।    

বাছাইকৃত সংবাদ

No posts found.