৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ২:৩৭

আমাদেরকে আইনের আওতায় আনেন : কাউন্সিলর কবির

প্রাইমনারায়ণগঞ্জ.কম

কবির হোসাইন বলেন, মাদক আমরা অনেকটা নির্মূল করতে পেরেছি। এখন তারা অনেকটা ডিজিটাল হয়ে গেছে। ফোনো ফোনো আলাপ করে বর্তমানে তারা মাদক বিক্রি করছে। তাই টিহ্নিত মাদক কারবারীদের মোবাইল-ফোন চেক করেন এবং আমরা যারা জনপ্রতিনিধি আছি আমাদের ফোনও চেক করেন। দেখেন আমাদের মধ্যে কেউ এসব অপরাধীদের সাথে জড়িত কিনা, যদি আমরা কেউ জড়িত থাকি তবে আমাদের আইনের আওতায় আনুন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বিকেলে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে সদর থানা প্রাঙ্গণে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, শীতলক্ষ্যা পুলিশ ফাড়িটাকে একটু শক্তিশালী করতে চাই। তাই আপনাদের অনুমতি চাই। আমার কার্যালয় ও পুলিশ ফাড়ি থেকে কিছুটা দুরে একটা গদি আছে, যেখানে প্রতিনিয়ত জুয়া খেলা হয়। আমার কাছে একদিন খবর আসলে আমি ফাড়ির আইসি কে জানালে তিনি বলেন থানায় জানান। ছোট খাটো বিষয়েও যদি থানাকে জানাতে হয় তাহলে ফাড়ির কাজ কি প্রশ্ন রাখেন এ কাউন্সিলর?

তিনি আরও বলেন, ঝগড়া-ঝাটি লাগলে ফাড়িতে জানালে থানায় জানাতে বলে, থানার অফিসাররা যেতে যেতে ঝগড়া মারাত্মক আকার ধারণ করে। তাই ফাড়িকে একটু শক্তিশালী করার অনুরোধ জানাই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

আরও উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ডাঃ শাজনেওয়াজ চৌধুরী, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, গোগনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর হোসেন সওদাগর, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন, নিতাইগঞ্জ মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পূজা পরিষদের সাবেক সভাপতি শংকর সাহা, বর্তমান সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, আটা ময়দা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মিন্টু, সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তাফিজুর রহমান প্রমুখ

বাছাইকৃত সংবাদ