
এক সময়ের তুখোড় বক্তা, নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন মাহমুদের দেখানো পথেই হাটছে তার পরিবার ও উত্তরসূরিরা।
সেই ধারাবাহিকতায়ই এবার অসহায়দের পাশে দাড়িয়েছে সাবেক এ চেয়ারম্যানের পুত্র ইসতিহ্সান উদ্দিন মাহমুদ (চানাম)। মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় প্রায় ২০০ পরিবারের মাঝে গরুর কাচা গোস্ত বিতরণ করা হয়।
প্রাইম নারায়ণগঞ্জের সাথে আলাপকালে ইসতিহ্সান উদ্দিন মাহমুদ (চানাম) জানান, বাবার আদর্শ বুকে ধারণ করে সর্বদা মানুষের পাশে থাকতে চাই, সেবা করতে চাই। তারই ধারাবাহিকতায় আমাদের পরিবারের ছোট্ট একটি প্রয়াস এটি।
এছাড়া, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়া বাবা নাজিম উদ্দিন মাহমুদ ও তার বংশের মৃত অন্য সদস্যদের রূহের মাগফেরাত ও পরিবারের জীবিত সকল সদস্যের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে সকলের দোয়া প্রার্থণা করেন তিনি।