৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ১:৩১

সোনারগাঁওয়ে দুই ছিনতাইকারী আটক

প্রাইমনারায়ণগঞ্জ.কম

সোনারগাঁ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছিনতাইকালে দুই জনকে আটক করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ।  

সোমবার ১৪ই ডিসেম্বর ভোরে উপজেলার টিপুর্দি কেন্টাকি ফ্যাক্টরীর সামনে মুরগি বহনকারী পিকআপের ম্যনেজারকে চাকুর ভয় দেখিয়ে ২০ হাজার টাকা ছিনতাই করে পালানোর সময় তাদের আটক করে পুলিশ।  

পুলিশ জানায়, ভোরে মহাসড়কে মুরগি বহনকারী (ঢাকা মেট্রো ন ১৮- ৬৬৮৩) নষ্ট হলে মেরামত করছিলেন গাড়ির ম্যানেজার। এসময় দুই ছিনতাইকারী হৃদয় আহমেদ (২৫) ও রফিকুল ইসলাম (২৬) মুরগী বিক্রির নগদ ২০০০০ (বিশ) হাজার টাকা চাকুর ভয় দেখিয়ে ছিনতাই করে পালিয়ে যায়।

পরে কাঁচপুর হাইওয়ে থানার টহলরত টিমের এএসআই মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ধাওয়া করে তাদের আটক করে পুলিশ। তাদের নিকট থেকে ছিনতাইকৃত নগদ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,  তারা দীর্ঘদিন ধরে অত্র মহাসড়ক এলাকায় সংঘবদ্ধ হয়ে বিভিন্ন পয়েন্টে ছিনতাই করে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে আসামীদেরকে থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাছাইকৃত সংবাদ

No posts found.