৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ২:১০

সোনারগাঁওয়ে প্রেমিকার মৃত্যুতে প্রেমিকের আত্মহত্যা

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জঃ  

প্রেমিকার মৃত্যুর এক সপ্তাহ না যেতেই প্রেমিক মাহবুবুব আলম আশিক (২৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত আশিক ঝাউচর  এলাকার জাকির মিয়ার বাড়ির ভাড়াটিয়া। সে মেঘনা সুগারে শ্রমিক হিসেবে কর্মরত ছিল।

শনিবার সকালে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মাহবুবুর রহমান আশিক ওই এলাকায় একটি মেয়ের সাথে দীর্ঘদিন ধরে প্রেম করে আসছিল। কিছুদিন আগে ওই মেয়ের বাবা মা অন্য জায়গায় মেয়ের বিয়ে ঠিক করে। এ কারণে মেয়েটি আত্মহত্যা করে। তার আত্মহত্যার পর ছেলেটি মানসিকভাবে ভেঙে পড়ে।

শনিবার বিকালে তার ভাড়াটিয়া ঘরের দরজা বন্ধ দেখে পাশের ঘরের লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ আশিকের ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে ঘরের আড়ার সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম প্রাইম নারায়ণগঞ্জকে জানান, নিহত আশিক ভাড়া বাসায় একাই থাকতো। আমরা খবর পেয়ে তার ঘরের দরজা ভাঙ্গে লাশ উদ্ধার করি। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাছাইকৃত সংবাদ

No posts found.