৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৬:৩২

সোনারগাঁ জাতীয় পার্টির ত্রি বার্ষিক সম্মেলন শনিবার

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নিজস্ব প্রতিবেদক:

সোনারগাঁ উপজেলা ও পৌরসভার আগামী ১৭ অক্টোব শনিবার বিকেল ৩টায় জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

সেনারগাঁ উপজেলার আমিনপুর খেলার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা এমপি গোলাম মোহাম্মদ কাদেও, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় পাটির্র মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাতীয় পার্টি ঢাকা বিভাগীয় অতিরিক্ত মাহাসচিব ও নারায়ণগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সভাপতিত্ব করবেন। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সকলকে সম্মেলনে উপস্থিত থাকার আহবান জানান তিনি।

বাছাইকৃত সংবাদ

No posts found.