
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জ আটি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার ৩০ জুলাই সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক এর নেতৃতে এ অভিযান পরিচালনা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক জানান, নগরীর সিদ্ধিরগঞ্জ আটি এলাকায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ এর আওতায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে ১০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ সংযোগদানকারী কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময়ে তিতাস গ্যাস এর ডিজিএম মফিজুল ইসলাম, পেশকার কসিক উদ্দিন, নজরুল ইসলাম এবং পুলিশ সহযোগে এ অভিযান পরিচালনা করেন।
No posts found.