
সিদ্ধিরগঞ্জের ডিপিডিসির ডিসকানেক্ট সুপারভাইজার আল-আমিনের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রাহক জানান তাদেরকে বিভিন্ন ধরনের অজুহাতে বিদ্যুতের লাইন কেটে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে আল-আমিন।
তারা আরও বলেন, আল-আমিনকে প্রতি মাসে উৎকোচ না দিলে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে এবং টাকার নেওয়ার বিষয়ে যদি কাউকে কিছু বলি তাহলে সমস্যা হবে বলে হুমকি দেয়। নাম প্রকাশ না করার শর্তে অন্য এক গ্রাহক বলেন, গত কয়েকদিন আগে আদমজী ইপিজেড এলাকার এক বানিজ্যিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে ২০ হাজার টাকা ঘুষ নেয় আল-আমিন। উক্ত বিষয়ে আল-আমিনের যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে ঘুষের বিষয়টি তিনি অস্বীকার করেন।
উক্ত বিষয়ে ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, উক্ত বিষয়ে আমরা তদন্ত করছি। যদি ঘুষের বিষয়টির সততা পাওয়া যায় তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। আল-আমিন কতৃর্ক গ্রাহক হয়রানির করার বিষয়ে অনুসন্ধান চলছে।
No posts found.