৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ১:০০

সিদ্ধিরগঞ্জে জাল টাকা তৈরির দায়ে গ্রেফতার ১

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিরাজ মৃধা (২৩)’ নামের এক ব্যক্তিকে জাল টাকা তৈরীর অপরাধে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এসময় ১০০ টাকার ১৪টি জাল নোট ও জাল টাকা তৈরীর কাজে ব্যবহৃত ১টি প্রিন্টার উদ্ধার করা হয়।

শনিবার ১৯ ডিসেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের নয়াপাড়া ভান্ডারিরপুল এলাকার ওয়াকিল ভূইয়ার ভাড়া বাসায় জাল টাকা তৈরীর তাকে গ্রেফতার করা হয়।
রোববার র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, আটককৃত আসামী দীর্ঘদিন ধরে নয়াপাড়া ভান্ডারিরপুল এলাকায় জাল টাকা তৈরী করে বাজারে বিক্রয় করে আসছে। জাল টাকা তৈরীর সুবিধার জন্য ঘন ঘন বাসা পরিবর্তন করে আসছিল।

র‌্যাব আরও জানায়, দীর্ঘদিন আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার ভাড়াকৃত বাসায় “প্রিন্টার উইথ স্ক্যানার” ব্যবহার করে জালনোট তৈরী করে আসল টাকা হিসেবে নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় সরবরাহ করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিল। গ্রেফতারকৃত আসামীকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাছাইকৃত সংবাদ

No posts found.