৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ১:৩১

সিদ্ধিরগঞ্জে পুলিশি অভিযানে ১০ জন আটক

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জঃ

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের রাতভর বিশেষ অভিযানে ৯ ছিনতাইকারী ও একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাইকৃত ৬টি মোবাইল, নগদ ৩৫০০ টাকা, ৫টি চাকু এবং ২টি চাপাতি উদ্ধার করা হয়।

গতকাল রোববার বিকেলে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার ১২ই ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২ থেকে রোববার ভোর ৬ টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক,সানারপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, শ্যামল, শহিদুল ইসলাম স্বপন, হিমেল, জাহিদ, ফয়সাল, রতন, সোহেল, আকাশ, মোক্তার হোসেন এবং আনোয়ার হোসেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, গ্রেফতারকৃতরা  পেশাদার ছিনতাইকারী। এদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছে দুই ভুক্তভোগী এবং গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আগে থেকেই মামলা রয়েছে বলে জানান তিনি।

বাছাইকৃত সংবাদ

No posts found.