৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, বিকাল ৪:৫২

ভার্স্কয সমর্থনকারীদের মুসলমান বলার সুযোগ নেইঃ এনায়েতুল্লাহ আব্বাসী

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম প্রতিবেদকঃ

ভার্স্কয সমর্থনকারীদের সুন্নীতো দূরে থাক,মুসলমান বলার সুযোগ নেই বলে মন্তব্যে করেছেন এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরী।

রোববার সকাল ৮টার দিকে তার অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোস্ট করে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভার্স্কযের পক্ষে সুন্নীতো দূরে থাক কোন ফাসেক মুসলমানেরও সমর্থন থাকতে পারে না। ব্যারিষ্টার নওফেল যে কথা বলেছে “ভার্স্কয বিরোধীরা বাতিল ফিরকার মানুষ,সুন্নীয়ত বিরোধী মানুষ” তা শুধু হাস্যকর নয় বরং তা পাগলের প্রলাপ।

তিনি বলেন,ভার্স্কযের সম্পর্ক শিরকের সাথে আর শিরকের ধারক-বাহক ও সমর্থনকারীদের সুন্নীতো দূরে থাক মুসলমান বলারই সুযোগ নেই।অতত্রব যারা ভার্স্কয বিরোধী তাদেরকে বাতিল ফিরকা ও সুন্নীয়ত বিরোধী বলে মূলত কথিত মন্ত্রী ব্যারিষ্টার নওফেল মুসলমানদের মধ্যে বিষবাষ্প ছড়াতে চাচ্ছে।কিন্তু তার এই ঘৃণিত চক্রান্ত বাংলাদেশের প্রকৃত খাটি সুন্নী জনতা শক্ত হাতে প্রতিহত করবে ইনশাআল্লাহ।

মাওলানা মামুনুল হককে উদ্দেশ্য করে তিনি বলেন, বলব শিরক বিরোধী আন্দোলনে আপনি এগিয়ে চলুন,ইনশাআল্লাহ “তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ” এর সকল নেতা-কর্মী সর্বাত্মক সহযোগিতা থাকবে আপনাদের পাশে।

এরপর দুপুরে মাওলানা মামুনুল হক তার ফেসবুক পেজে এনায়তুল্লাহ আব্বাসীকে ধন্যবাদ জানিয়ে লিখেন, জাযাকুমুল্লাহ ! মুহতারাম মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবেকে ধন্যবাদ জানাই । এভাবেই ক্ষুদ্র ভেদাভেদের উর্দ্ধে উঠে খালেছ তাওহীদপন্থী সকল ঈমানদারের এককাতারে দাড়ানো এখন সময়ের বড় দাবি । আমরা যদি হাতে হাত রেখে এগুতে পারি, ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে ।

এদিকে শনিবার রাতে মাওলানা মামুনুল হক তার ফেসবুকে শিক্ষা উপমন্ত্রী নওফেলের একটি সংবাদের স্ক্রিনশট দিয়ে সুন্নিপন্থীদের মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরী ও মাওলানা গিয়াসুদ্দীন তাহেরীর অবস্থান জানতে চাইলে পরদিন সকালে এনায়েতুল্লাহ আব্বাসী তার ফেসবুকে এমন মন্তব্য করেন।

বাছাইকৃত সংবাদ

No posts found.