
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
ফ্রান্সে হযরত মুহাম্মদ (সাঃ) এর অপমানের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশ নারায়ণগঞ্জ জেলা শাখা। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাচ বাংলা ব্যাংকের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, হযরত মুুহাম্মদ (সাঃ)’কে ব্যঙ্গচিত্র করে অপমান করায় ফ্রান্সের সরকারকে ক্ষমা চাইতে হবে। নয়তো বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের দূতাবাস ভেঙ্গে দেওয়া হবে বলে হুশিয়ারী প্রদান করেন বক্তারা। এছাড়া বাংলাদেশে ফ্রান্সের সকল পণ্য বয়কটের ঘোষণা দিয়ে ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার দাবি জানান তারা।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশের সভাপতি কেএম দেলোয়ার আল হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্র মজলিশের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতী আব্দুর রহিম সাইদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, অফিস সম্পাদক লোকমান আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা এমদাদ উল্লাহ, যুব মজলিশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মীর আহমদ উল্লাহ, ছাত্র মজলিশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি ইমরান হোসাইন শফি, সাবেক জেলা সভাপতি মোঃ ওমর ফারুক প্রমূখ।
No posts found.