৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ১০:৩৩

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্ত্রী নিহত, আহত স্বামী সন্তান

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম প্রতিবেদকঃ

সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায়  মোটরসাইকেল থেকে ছিটকে পরে ফারহানা আক্তার স্বর্ণা নামে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নিহতের স্বামী ও ৭ বছরের সন্তান।

শুক্রুবার ২রা অক্টোবর দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার সামনে পিছন থেকে আসা ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা ও নিহতের পরিবার জানায়, গোদানাইলে থেকে চিটাগাংরোড যাওয়ার পথে সিদ্ধিরগঞ্জ থানার সামনে একটি অজ্ঞাত ট্রাক পিছন থেকে এসে চলন্ত মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।  মোটরসাইকেলে ৩ আরোহীর মধ্যে পিছনে বসেছিলেন ফারহানা আক্তার স্বর্ণা, মাঝে ৭ বছরের সন্তান ও সামনে ছিলেন স্বামী । ট্রাকের ধাক্কাটিতে আঘাত পেয়ে ছিটকে পরে সাথে সাথে প্রাণ হারায় ওই নারী।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুল ফারুক জানান, দূর্ঘটনাটি আমাদের থানার সামনেই ঘটেছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।  ওই নারীর লাশ উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

বাছাইকৃত সংবাদ

No posts found.