
সাইনবোর্ড এলাকার সামাদ ভানু কমপ্লেক্সের চতুর্থ তলায় শাপলা গেস্ট হাউজ নামে পরিচালিত এক পতিতালয়ে অভিযান চালিয়ে ১ নারী ও ৭ জন খদ্দেরকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, তথ্য পেয়েছিলাম সাইনবোর্ড এলাকায় শাপলা গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ চলছে। অভিযান চালিয়ে এক নারীসহ ৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রকৃয়াধীন।
আটকরা হলো, আতিকুর রহমান (৪৬), মাসুদ রানা (৪০), নাজমুল হোসেন (২৬), ফুকা মিয়া (২৫), শাহ আলম (৩৯), হুমায়ূন কবির (৪৩), মামুন খান (৩৩) ও শিরিনা আক্তার রিয়া (৪০)।
স্থানীয়রা জানায়, সাইনবোর্ড এলাকাটি জনবহুল আবাসিক স্থান হলেও সঙ্গবদ্ধ একটি দেহব্যবসায়ী চক্র চতুর্থ তলা ভাড়া নিয়ে শাপলা গেস্ট হাউজ নাম করণ করে মার্কেট মালিক কাজি দিপুর সহায়তায় দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ চালিয়ে আসছে। ইতিপূর্বে র্যাব ও পুলিশ একাধিকবার এ গেস্ট হাউজে অভিযান চালিয়ে বিভিন্ন বয়সী নারী ও খদ্দেরকে আটক করে। তার পরও চক্রটি তাদের কাজ বন্ধ করেনি।
No posts found.