
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে সৃষ্ট সমস্যার সমাধানের লক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২১ জুলাই সকালে নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৪ এবং এর সাবজোন ৩ এর উদ্যোগে কাঁচপুর ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় করোনা ভাইরাসের প্রভাবে শিল্পখাতের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সভায় ঈদ-উল-আযহা উপলক্ষে শ্রমিকদের বেতন ও বোনাস সঠিক সময়ে পরিশোধ করার নিদেশনা দেয়া হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার ৪ মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিকলীগের সাবেক শ্রম কল্যান ও উন্নয়ন বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ পলাশ,গামন্টেস ট্রেড ইউনিয়ন কর্মচারীর জেলা সভাপতি রাজু আহমেদ, শ্রমিক নেতা এমএ শাহিন।
No posts found.