৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ৯:৪১

ফতুল্লায় অটোরিক্সা চোর আটক

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম বার্তা

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ধর্মগঞ্জ ডালিপাড়া রোডস্থ এলাকা হতে সংঘবদ্ধ অটোরিক্সা চোর চক্রের ৩ জনকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব -১১। গ্রেফতারকৃতরা হলেন মোঃ বাবুল (৩০), মোঃ শরিফুল (২৪) ও, একজন অপ্রাপ্ত বয়স্ক শিশু (১৬)। গত ১১ জুলাই দিবাগত রাতে র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে তাদের গ্রফতার করা হয়। এ সময় তাদের দখল হতে চোরাইকৃত ০৫টি ব্যাটারি চালিত রিক্সা উদ্ধার করা হয়।

১২ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব -১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, এটি একটি সংঘবদ্ধ চোর চক্র। এই চোর চক্রের সদস্যরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকা হতে অভিনব কৌশলে ব্যাটারী চালিত রিক্সা চুরি করে এনে ফতুল্লার ধর্মগঞ্জ ডালিপাড়া রোডস্থ বাবুলের রিক্সা গ্যারেজে গোপনে মজুদ করে রাখে। বাবুলের গ্যারেজে মজুদকৃত চোরাই ব্যাটারী চালিত রিক্সাগুলো গ্রেফতারকৃত আসামী মোঃ শরিফুল এর সহযোগিতায় নারায়ণগঞ্জসহ ঢাকা ও এর আশপাশের এলাকায় বিক্রয় করে থাকে। বাবুল এই চক্রের মূলহোতা। তার নিদের্শে এই চক্র তাদের চোরাই কার্যক্রম পরিচালনা করে আসছে। র‌্যাব-১১ এর অনুসন্ধানে চুরি সংক্রান্ত ঘটনার সত্যতা পেয়ে চোর চক্রকে সনাক্তকরণ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য গত ১১ জুলাই দিবাগত রাতে ফতুল্লা থানাধীন ধর্মগঞ্জ ডালি পাড়া রোডস্থ এলাকায় একটি গ্যারেজে অভিযান পরিচালনা করে । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাছাইকৃত সংবাদ

No posts found.