৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ১০:১৬

করোনা টেস্ট ফি বাতিলের দাবিতে ইশা’র মানববন্ধন

প্রাইমনারায়ণগঞ্জ.কম

করোনা টেস্ট ফি বাতিল, স্বাস্থ্যখাতে লুটপাট ও চরম অব্যবস্থাপনা এবং সীমান্তে নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বেলা ১১টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিব্বির আহমাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ সারোয়ার হোসেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন জিহাদী বলেন, এতদিন বিনামূল্যে করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর শনাক্তকরণ পরীক্ষা করা হলেও এবার নির্ধারণ হলো সরকারি হাসপাতাল বা বুথে নমুনা নিলে-২০০ টাকা, বাড়ি থেকে নমুনা নিলে-৫০০ টাকা। করোনা সংক্রমণে যখন দেড় লাখ অতিক্রম করলো তখন সরকার এর টেস্ট করতে ফি নির্ধারণ করলো। টেস্ট করতে গিয়ে পদে পদে ভোগান্তি তো আছেই; তারপর আবার এই দুর্যোগের সময় করোনা টেস্টে ফি নির্ধারণ করাতে নি¤œ আয়ের লোকের হাসপাতালে যাওয়ার সম্ভাবনা আরো কমে গেল। সবাই টেস্ট করাতে না গেলে সমাজের আসল চিত্রটা জানা যাবে না৷ আর টেস্ট করানোর দায়টা তো স্বাস্থ্য বিভাগের৷ জনগণ বুথে এসে নমুনা দিয়ে সরকারকে সহযোগিতা করছে৷ সংবিধানে সবার জন্য স্বাস্থ্য সেবার কথা বলা আছে৷ করোনা টেস্টে ফি আরোপের মাধ্যমে এখন এই সেবাটা আর সবার থাকলো না৷ অনতিবিলম্বে করোনা টেস্ট ফি বাতিল করতে হবে।

স্বাস্থ্যখাতের চলমান পরিস্থিতির সমালোচনা করে  তিনি বলেন,  আজ স্বাস্থ্যখাতে যতো অব্যবস্থাপনা ও দুর্নীতি হচ্ছে এর সম্পূর্ণ দায় মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর। তার অস্বাস্থ্যকর নেতৃত্বের জন্যই স্বাস্থ্য মন্ত্রণালয় দিন দিন ভাগাড়ে যাচ্ছে। স্বাস্থ্যখাতে যতো অনিয়ম দুর্নীতি হচ্ছে তাতে স্বাস্থ্যমন্ত্রীর অযোগ্যতাই প্রকাশ পায়। আমরা একটি স্বাধীন দেশে অযোগ্য স্বাস্থ্যমন্ত্রী দেখতে চাই না। তাই আজকের মানববন্ধন থেকে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এবং যেসকল দুর্নীতিবাজ দুর্নীতি করে স্বাস্থ্যখাতকে কলুষিত করতেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

বাছাইকৃত সংবাদ

No posts found.