৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সন্ধ্যা ৭:৫৫

তল্লায় হতাহত ৩৮ পরিবারকে জেলা পরিষদের অর্থ সহায়তা

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে অগ্নিকান্ডের হতাহত ৩৮ পরিবারকে মোট ৭ লাখ ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ।

গতকাল সোমবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে নিহতের স্বজনদের হাতে অর্থ তুলে দেন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।  

জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী। মানুষের জন্য কাজ করার শিক্ষা আমি জাতির জনক ও শেখ হাসিনার কাছ থেকে পেয়েছি। সেই শিক্ষা নিয়েই আমি কাজ করে যাচ্ছি।

জননেত্রী আমার প্রতি বিশ্বাস থেকেই তিনি আমাকে এই চেয়ারে বসিয়েছেন। মসজিদে দুর্ঘটনার পর মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা হতাহত পরিবারকে আর্থিক সহায়তা করবো বলে ওয়াদা দিয়েছিলাম। আজ সেই ওয়াদা পূরণ করলাম। তিনি বলেন, যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ রইলো। আমাদের সাধ অনেক তবে সাধ্য কম আর তা নিয়েই আপনাদের পাশে থাকতে চাই।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মাহমুদা মালা, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুজ্জামান রাশেদ, সদস্য মো. আলাউদ্দিন আহমেদ, মোস্তফা হোসেন চৌধুরী, অ্যাড. নূরজাহান বেগম প্রমুখ।

বাছাইকৃত সংবাদ

No posts found.