৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ১০:৪৪

৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার ২

প্রাইমনারায়ণগঞ্জ.কম

শহরের টার্মিনাল ঘাট থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গতকাল মধ্যরাতে সদর থানাধীন বন্দর ঘাটের সামনে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় রবিন সাহা (২৮) ও শুক্কুর মিয়া (৩০) নামের ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রন্দর উপজেলার দীলিপ সাহার ছেলে রবিন ও বন্দর চিতাশাল এলাকার সুরুজ মিয়র ছেলে শুক্কুর দীর্ঘদিন ধরে বন্দর ও শহরের বেশ কিছু স্থানে মাদক বিক্রি করে আসছিলো। এমন সংবাদের বিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে সদর মডেল থানার ওসি আসাদুজ্জামানের দিকনির্দেশে এসআই শাফিউল আলম ও তার সংগীয় ফোর্স বাসস্ট্যর্ন্ড এলাকার শাহ জালাল রেস্টুরেন্ট এর সামনে অভিযান চালায়। পরে তাদের সাথে থাকা ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ও ২ মাদক বিক্রেতাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সদর মডেল থানার এস আই শাফিউর আলম বলেন, গ্রেপ্তারকৃত ২ জনই বন্দর এলাকার। এরা বন্দর থেকে শহরের বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলো। আমরা অনেকদিন ধরেই এই মাদক বিক্রেতাদের ধরার চেষ্টা করছিলাম। এরি ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে গপন সংবাদের ভিত্তিতে বন্দর ঘাটের সামনে অভিযান পরিচালনা করা হয়। পরে একটি শপিং ব্যাগ থেকে কাপড়ে মোরানো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় রবিন সাহা (২৮) ও শুক্কুর মিয়া (৩০) নামের ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন. তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(ক) ধারায় মামলা দায়ের সম্পূন্ন করে আদালতে প্রেরন করা হয়েছে।

বাছাইকৃত সংবাদ

No posts found.