৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ১:৫৫

ইসলাম মাথানত করে থাকে নাই: মামুনুল হক

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নিজস্ব প্রতিবেদক:

জামিয়া রহমানিয়া মাদরাসার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, আল্লামা আহমদ শফী সব সময় বাতিলের বিরুদ্ধে কাজ করে গেছেন। তিনি ইসলামের শত্রুদের কাছে মাথা নত করে নাই। একই সাথে এই দেশে ইসলাম মাথানত করে থাকে নাই। এবং কোন দিন মাথা নত করবে না।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের মাদরাসা সংলগ্ম ঈদ গাহ মাঠে আল্লামা শাহ আহমদ শফীর স্বরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, ২০১৩ সনের আগে আহমদ শফীকে অনেকে চিনতেন না। একই বছরে শাহবাগে নারী পুরুষ নাস্তিক্যবাদিরা আড্ডা খানা জমিয়েছে। সন্ধ্যা নেমে আসলেই এক দল মানুষ মোমবাতি জালিয়ে শাহবাগে প্রার্থনায় বসত। তখন মনেহত এটা যেন মুসলিম এলাকা নয় হিন্দু রাষ্ট্রে পরিনত করা হচ্ছে। ইসলামী সংস্কৃতিকে উৎখাত করে ওই খানে হিন্দু সংস্কৃতি উৎপাদনের ষড়যন্ত্র চলছিল। তখন এই শাহবাগি নাস্তিকদের কাছে সরকার প্রশাসন নিঃশার্থ ভাবে আত্মসমর্পন করেছিল। ওই খানে একটি বিকল্প সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। একটা ছিল শেখ হাসিনা সরকার আরেকটা ইমরান এইচ সরকার।

তিনি আরো বলেন, শাহাবগের মঞ্চ থেকে ইমরান এইচ সরকার যা বলত শেখ হাসিনা তা বাস্তাবায়ন করার জন্য তৈরি থাকত। একটা জাতির জন্য এরচেয়ে দুঃখ জনক অধ্যায় হতে পারে না। ওই সময় আওয়ামীলীগ বিএনপি সহ বড় রাজনীতি দল গুলো তাদের কাছে আত্ম সমর্পন করেছিল। তখন মুফতি আমিনী, শাইখুল হাদিস আজিজুল হক, চরমোনাই পীর ফজলুল হক নেই। গোটা জাতি হতাশায় নিমজ্জিত ছিল, তখন আল্লামা শাহ আহমদ শফীর ডাকে ইসলাম রক্ষায় গোটা জাতির মানুষ শাহবাগে ঝাপিয়ে পরেছিল। এর পরের ইতিহাস বাংলাদেশের রক্তা ঝরা ইতিহাস। তখন থেকে আল্লামা আহমদ শফী হাটহাজারী মাদরাসার পরিচালক থেকে পুরো জাতির অভিভাবক হয়েগেলেন।

তিনি আরো বলেন, আজ আহমদ শফী নেই কেউ যদি মনে করে খতমে নবুয়তের ডাক নিয়ে মাঠে আসবে না তাহলে তারা বোকার রাজ্যে বসবাস করছে। তিনি চলে যাবার আগে তার সুযোগ্য উত্তরসুরি আল্লামা জুনায়েদ বাবুনগরী, নুর হোসাইন কাসেমী সহ এদেশে লক্ষ হক্কানী আলেম তৈরী করে গেছেন। কাদিয়ানীদের অমুসিলম ঘোষনা করার জন্য তাদের ডাকে যদি আবারো শাপলা চত্বর তৈরী করতে হয় এবার দাবী আদায় করে ঘরে ফিরব। এই নারায়ণগঞ্জ আহমদ শফীর সর্ব শেষ মঞ্চ। । আমাদের পূর্ব পুরুষরা আমাদেরকে মাথা নত করতে শিখায় নাই। ইসলামের পক্ষে বাংলাদেশের প্রতিটি মহল্লায় ওলামাদের মাধ্যমে ঐক্য গড়ে তুলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, আল্লামা জুনায়েদ আল হাবিব, মাওলানা খালিদ সাইফুল্লাহ আয়ুবী,মুফতি ইমরান হোসাইন কাসেমী, নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, সেক্রেটারি মুফতি জাকির হুসাইন কাসেমী, মহানগর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান, আলীরটেক মাদরাসার মুহতামিম মাওলানা আতাউল হক সরকার, মুফতি নুরুল আমিন, মুফতি হাবিবুর রহমান সরকার, মাওলানা সাজ্জাদুর রহমান, মুফতি সাইদ সরকার।

বাছাইকৃত সংবাদ

No posts found.