৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ২:২০

জালকুড়ির তালতলা মোড় এখন মরণ ফাঁদ!

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের জালকুড়ি এলাকাস্থ তালতলা মোড়ে ড্রেনের একটি স্লাব ভেঙ্গে সড়কের উপর গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে স্লাব না থাকায় এটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় তিন মাস ধরে ড্রেনের স্লাবটি ভেঙ্গে থাকলেও কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরসহ সংশ্লিষ্ট কেউই নতুন স্লাব নির্মাণে কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ স্থানীয়দের। ফলে ওই সড়ক দিয়ে যান ও জনগনের চলাচলে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

জানা যায়, প্রায় বছর খানেক পূর্বে তালতলা মোড়ের এ ড্রেনের স্লাবটি সামান্য পরিমাণে ভাঙ্গতে শুরু করে। অবশেষে তিন থেকে সাড়ে তিন মাস মাস পূর্বে স্লাবটি ভেঙ্গে ড্রেনের মধ্যে পড়ে যায় এবং সড়কে বিশালাকার এক গর্তের সৃষ্টি হয়। গর্তের কারণে দিনের বেলায় এক পাশ দিয়ে যান চলাচলের কারণে কোনো দুর্ঘনটনা না ঘটলেও রাতের বেলা সেখানে ছোট বড় যানবাহনের চাকা ও পথচারীরা পড়ে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, যে স্থানটিতে স্লাবটি ভেঙ্গে আছে সেটি তালতলার মোড় হিসাবে পরিচিত। তিন রাস্তার মোড় হওয়ায় সড়কটি দিয়ে জালকুড়ি, চিটাগাংরোড, ২ নাম্বার ও মাদবর বাজারগামী বেশকিছু যানবাহন চলাচল করে। কিন্তু সড়কটির মাঝে সৃষ্ট গর্তের কারণে রাস্তার এক পাশ দিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের চলাচলের একমাত্র পথ হিসাবেই ব্যবহৃত হয় সড়কটি।

ড্রেনের স্লাব ভেঙ্গে গর্ত হওয়ার বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় তিন মাস ধরে ড্রেনের স্লাবটি ভেঙে পড়ে আছে, ফলে চলাচল করতে গিয়ে নানামুখী সমস্যায় পড়তে হয় তাদের। তবে তাদের এ দু:খ, দুর্দশা দেখার যেন কেউ নেই, এমন অভিযোগও করেন তারা। স্থানীয় কাউন্সিলর বা মহিলা কাউন্সিলরকে জানানো হয়েছে কিনা জানতে চাইলে স্থানীয়রা বলেন, কাউন্সিলর ইস্রাফিল প্রধান তো এ সড়ক দিয়ে প্রতিদিনই চলাচল করে। তিনি দেখেও না দেখার ভান করে চলে যান এবং কোনো ব্যবস্থা নেন না। মহিলা কাউন্সিলরও প্রায়ই এখান দিয়ে যাতায়াত করেন, ফলে অবশ্যই তার চোখেও পড়েছে, কিন্তু কেউই ব্যবস্থা নেয় নি।

স্থানীয়রা আরও বলেন, দিনের বেলায় যানবাহনগুলো সড়কের এক পাশ দিয়ে চলাচল করায় প্রায় সময়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দিনের বেলায় কোনো দুর্ঘটনা ঘটে না বলেও জানান তারা। তবে রাতের বেলা আলো কিছুটা কম থাকায় গর্তের মধ্যে বিভিন্ন যানবাহনের চাকা পড়ে গিয়ে এবং পথচারীরা পড়ে গিয়ে ইতিমধ্যে কয়েকটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলেও জানায় তারা। শীঘ্রই যাতে ড্রেনের এ অংশের স্লাবটি পুন:নির্মাণ করে জনভোগান্তির লাঘব করা হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানান তারা।

এ বিষয়ে জানতে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ইস্রাফিল প্রধান ও মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার দিনার মুঠোফোনে বেশ কয়েকবার কল দিলেও তারা কল রিসিভ করেন নি।

বাছাইকৃত সংবাদ

No posts found.