৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ৪:৩২

১০কোটি টাকা আত্নসাতের অভিযোগে গ্রাহকদের মানববন্ধন

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নগর প্রতিবেদকঃ  

নারায়াণগঞ্জের কাশীপুর বাংলাবাজার এলাকার একটি সমবায় সমিতির চেয়ারম্যান ‘রমজান মিয়া’ এর উপর সঞ্চয় তহবিলের দশ কোটি টাকা আত্নসাতের অভিযোগ এনে মানববন্ধন করেন ওই সমিতির গ্রাহকরা ।

রোববার ১৮ অক্টোবর সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে বক্তারা বলেন , আমাদের সারা জীবনে জমানো পুঞ্জি কেড়ে নিয়েছে রমজান মিয়া। আমরা অবিলম্বে আমাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থার দাবি জানাই । আমাদের মধ্যে অনেকেই মেয়ে বিয়ে দিতে পাড়ছে না । অনেকের শেষ বয়সের জন্য জমানো টাকা টাকা আত্নসাত করে বসে আছে রমজান ।

মানববন্ধনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আহসানা আফরোজ বিভা হাসান এসে উপস্থিত হন । তিনি জানান , আমি আমার রক্তের বিনিময়ে হলেও চেষ্টা করে যাবো সবার টাকা উদ্ধার করার জন্য । আমাকে একটু সময় দিতে হবে । প্রশাসন , সাংবাদিক ও জনগন সবার সহযোগিতা চাইছি । সবার সহযোগিতা থাকলে খুব শীঘ্রই আমরা এই সমস্যা সমাধান করে ফেলবো ।

তিনি আরও বলেন , রমজান আমাকে হিসাব করতে বলেছে এবং সে জানিয়েছে, সে পর্যায়ক্রমে টাকা পরিশোধ করবে । এই মাসের ৭ তারিখে মেয়র আমাকে এই কাজটির দায়িত্ব দেয় এবং ৮ তারিখেই আমি তার ম্যানেজার , তার ভাই ও আরেকটা কর্মচারী  নিয়ে আমি ১৪ তারিখ পর্যন্ত হিসাব করেছি । হিসাব করার পর রমজান একদিনও বলেনি যে সে টাকা দিবে না । সে আমাকে আশ্বস্থ করেছে টাকা দিবে ।

প্যানেল মেয়র আরও জানান, রমজান ও তার ভাইয়েরা ১৫ তারিখ সঞ্চয়ের টাকা দিবে বলে আমাকে জানায় । ১৩ তারিখ রমজান আমার অফিসে এসে বলে সে ২৫ লক্ষ টাকা দিবে । ৪ কোটি টাকার সঞ্চয়, আর আমি ২৫ লক্ষ টাকা গ্রহন করলে কাকে রেখে কাকে টাকা দিবো । সকল গ্রাহকের সাথে আমার ১৫ তারিখ কথা বলার কথা ছিলো । আমি কথা বলিনি কারণ আমি ২৫ লক্ষ টাকা গ্রহণ করিনি তাই আমার কথা বলার মতো কোন শব্দ ছিলো না । আমি আপনাদের সাথে আছি এবং থাকবো সবসময় ইন-শা-আল্লাহ আমাকে একটু সময় দিন শুধু । 

বাছাইকৃত সংবাদ

No posts found.