
নগর প্রতিবেদকঃ
নারায়াণগঞ্জের কাশীপুর বাংলাবাজার এলাকার একটি সমবায় সমিতির চেয়ারম্যান ‘রমজান মিয়া’ এর উপর সঞ্চয় তহবিলের দশ কোটি টাকা আত্নসাতের অভিযোগ এনে মানববন্ধন করেন ওই সমিতির গ্রাহকরা ।
রোববার ১৮ অক্টোবর সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয় ।
মানববন্ধনে বক্তারা বলেন , আমাদের সারা জীবনে জমানো পুঞ্জি কেড়ে নিয়েছে রমজান মিয়া। আমরা অবিলম্বে আমাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থার দাবি জানাই । আমাদের মধ্যে অনেকেই মেয়ে বিয়ে দিতে পাড়ছে না । অনেকের শেষ বয়সের জন্য জমানো টাকা টাকা আত্নসাত করে বসে আছে রমজান ।
মানববন্ধনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আহসানা আফরোজ বিভা হাসান এসে উপস্থিত হন । তিনি জানান , আমি আমার রক্তের বিনিময়ে হলেও চেষ্টা করে যাবো সবার টাকা উদ্ধার করার জন্য । আমাকে একটু সময় দিতে হবে । প্রশাসন , সাংবাদিক ও জনগন সবার সহযোগিতা চাইছি । সবার সহযোগিতা থাকলে খুব শীঘ্রই আমরা এই সমস্যা সমাধান করে ফেলবো ।
তিনি আরও বলেন , রমজান আমাকে হিসাব করতে বলেছে এবং সে জানিয়েছে, সে পর্যায়ক্রমে টাকা পরিশোধ করবে । এই মাসের ৭ তারিখে মেয়র আমাকে এই কাজটির দায়িত্ব দেয় এবং ৮ তারিখেই আমি তার ম্যানেজার , তার ভাই ও আরেকটা কর্মচারী নিয়ে আমি ১৪ তারিখ পর্যন্ত হিসাব করেছি । হিসাব করার পর রমজান একদিনও বলেনি যে সে টাকা দিবে না । সে আমাকে আশ্বস্থ করেছে টাকা দিবে ।
প্যানেল মেয়র আরও জানান, রমজান ও তার ভাইয়েরা ১৫ তারিখ সঞ্চয়ের টাকা দিবে বলে আমাকে জানায় । ১৩ তারিখ রমজান আমার অফিসে এসে বলে সে ২৫ লক্ষ টাকা দিবে । ৪ কোটি টাকার সঞ্চয়, আর আমি ২৫ লক্ষ টাকা গ্রহন করলে কাকে রেখে কাকে টাকা দিবো । সকল গ্রাহকের সাথে আমার ১৫ তারিখ কথা বলার কথা ছিলো । আমি কথা বলিনি কারণ আমি ২৫ লক্ষ টাকা গ্রহণ করিনি তাই আমার কথা বলার মতো কোন শব্দ ছিলো না । আমি আপনাদের সাথে আছি এবং থাকবো সবসময় ইন-শা-আল্লাহ আমাকে একটু সময় দিন শুধু ।
No posts found.