
তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতদের দাফন কাফনের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে শেষ বিদায়ের বাহন খাটিয়া। তল্লার সবুজবাগ এলাকায় বুমলার মাঠে ১৬টি খাটিয়া রেখেছে নিহতদের স্বজন ও এলাকাবাসীরা।
লাশগুলো যাতে নারায়ণগঞ্জে আসার পরে দ্রুত সময়ের মধ্যেই তাদের জানাযা শেষে দাফন করা যায় তাই এ খাটিয়াগুলো প্রস্তুত করে রাখা হয়েছে বলে জানা যায়।
বিস্ফোরণে আহত ৩৭ জনের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতরা হলেন, কুদ্দুস বেপারী (৭২), হুমায়ন কবির (৭০), কাঞ্চন হাওলাদার (৫০), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), ইব্রাহীম (৪৩), জয়নাল আবেদীন (৪০), জামাল (৪০), মোস্তফা কামাল (৩৪), রাসেল (৩৪), নয়ন (২৭), সাব্বির (২১), জুনায়েদ (১৮), রিফাত (১৮), জুনায়েদ (১৭), মাইনুদ্দিন (১২), জুবায়ের (৭)।
হাসপাতালে চিকিতসাধীণ আরো ২১ জনের অবস্থাও আশঙ্গাজনক বলে জানা গেছে। এদিকে, নিহত ১৬ জনের মধ্যে ২ জনের লাশ তাদের গ্রামের বাড়ী কুমিল্লায় উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং নিহত আরো ১৪ জনের মধ্যে ১ জনের লাশ এখন পর্যন্ত নারায়ণগঞ্জে আনা হয়েছে। অপর ১৩ জনের মৃতদেহ নারায়ণগঞ্জে আনার প্রক্রিয়া চলছে বলে জানা যায়।
No posts found.