
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকায় শামীমা আক্তার রনি (৩০) নামে এক গৃহবধূ মা-বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
গত রোববার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার মাহনা দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ শামীমা আক্তার রনি উপজেলার মাহনা দক্ষিণ পাড়া এলাকার আউয়াল মোল্লার মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শামীমা আক্তার রনি তার মা-বাবার সাথে অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এছাড়াও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ভূলতা ফঁড়ির পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়।
এদিকে রূপগঞ্জ থানায় গিয়ে নিহতের ভাই মাসুদ মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ।
এ ব্যাপারে ভূলতা পুলিশ ফাঁড়ির এসআই পরিমল জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
No posts found.