৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ১:৪৬

রূপগঞ্জে কৃষি জমিতে বালু ভরাট বন্ধে অভিযান

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জঃ

রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু বালুর ড্রেজার পাইপ বিছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালি, বড়ালু, পুর্বগ্রাম, ডাক্তারখালী, ভাওয়ালিয়াপাড়াসহ আশপাশের এলাকায়রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ নুসরাত জাহান এ অভিযানের নেতৃত্ব দেন।

হাইকোর্টের নির্দেশকে অমান্য করে না কিনেই জলাশয় ও কৃষি জমিতে অবৈধ ভাবে বালু ভরাট বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধনের পর এ অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা ভূমি অফিসের সামনে কৃষি জমিতে অবৈধ ভাবে বালু ভরাট বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে ভূমিদস্যুদের নিয়োজিত সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় ২০ জন কৃষক আহত হয়।বিভিন্ন গনমাধ্যমে গতকাল ১০ ডিসেম্বর সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে এ বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

বাছাইকৃত সংবাদ

No posts found.