৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, বিকাল ৪:৫৬

ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে রূপগ‌ঞ্জে স্বেচ্ছা‌সেবকলী‌গের মানববন্ধন

প্রাইমনারায়ণগঞ্জ.কম

রূপগঞ্জ প্রতিনি‌ধিঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে উগ্র মৌলবাদী গোষ্ঠীর ভুল ব্যাখ্যা এবং বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রূপগ‌ঞ্জ স্বেচ্ছা‌সেবকলী‌গ।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এবং গাজী গ্রু‌পের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা’র নির্দেশনায় রোববার (২৯ ন‌ভেম্বর) বেলা ১১টায় উপ‌জেলার তারা‌বো বিশ্বরোড এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনু‌ষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, “সৌদি আরব, ইরানসহ বিশ্বের সব মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে। জাতির পিতার ভাস্কর্য অপসারণের দাবি যারা তুলেছে, সেই মৌলবাদীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ ‌নি‌তে হ‌বে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীরা কখনই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না।  মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এহেন বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবিধান লঙ্ঘন করে জাতির পিতাকে অবমাননা করা হয়েছে। এদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

‌রূপগ‌ঞ্জ উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লীগের সভাপ‌তি মাহাবুবুর রহমান মে‌হেরের সভাপতিত্বে সাধারন সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়ার সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও উপ‌স্থিত ছি‌লেন, তারা‌বো পৌরসভা স্বেচ্ছা‌সেবক লীগের সভাপ‌তি বিএম আতিকুর রহমান, তারা‌বো পৌরসভা স্বেচ্ছা‌সেবক লীগের সাধারন সম্পাদক মে‌হেদী হাসান বা‌বেল, তারা‌বো পৌরসভা স্বেচ্ছা‌সেবক লীগের প্রচার সম্পাদক আমিন খান, তারা‌বো পৌরসভা স্বেচ্ছা‌সেবকলী‌গের যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান মিথুন, স্বেচ্ছা‌সেবকলীগ নেতা আব্দুল গাফ্ফার রা‌সেল, শাহাদাত হো‌সেন লি‌থেন, মিলন মিয়া, ‌মোহাম্মদ আব্দুল্লাহ, কাউসার মিয়া, ইমরান হো‌সেন প্রমুখ।

বাছাইকৃত সংবাদ

No posts found.