৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সন্ধ্যা ৭:০১

রূপগঞ্জে মাদক, সন্ত্রাস বি‌রোধী বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ

প্রাইমনারায়ণগঞ্জ.কম

রূপগঞ্জ প্র‌তি‌নি‌ধিঃ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং গাজী গ্রু‌পের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা’র নির্দেশনায় মাদক, সন্ত্রাস বি‌রোধী বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়ে‌ছে।

বৃহস্প‌তিবার (১৯ ন‌ভেম্ভর) দুপু‌রে উপ‌জেলার চনপাড়া এলাকায় চনপাড়া শেখ রা‌সেলনগর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ অনু‌ষ্ঠিত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সিনিয়র সহসভাপতি আব্দুল আলী সিকদার, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সাংগঠনিক সম্পাদক আনিস মল্লিক, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন ম‌হিলালী‌গের সভাপ‌তি নাজমা খান, উপ‌জেলা যুবম‌হিলা লী‌গের সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা।

আরও উপস্থিত ছিলেন, রা‌সেলনগর ইউ‌নিয়ন বাস্তবায়ন প‌রিষ‌দের সভাপ‌তি নু‌রে আলম মুন, উপ‌জেলা যুবলী‌গের সহসম্পাদক শফিকুল ইসলাম জাহিদ, উপ‌জেলা যুবলী‌গের কার্যকরী সদস্য এস এম ইব্রা‌হিম, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপ‌তি জ‌সিম গাজী, সাধারন সম্পাদক আবুবক্কর সি‌দ্দিক, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন ছাত্রলীগের সভাপ‌তি আরাফাত হো‌সেন, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন যুবম‌হিলা লীগের সভা‌পতি নাজনীন সুলতানা, সাধারন সম্পাদক শা‌কিলা আক্তারসহ স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিরা উপ‌স্থিত ছি‌লেন।

বাছাইকৃত সংবাদ

No posts found.