
রূপগঞ্জে অর্ধকোটি টাকার ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ পুলিশ (ডিবি)। শনিবার ২৭ জুন দুপুরে রূপগঞ্জ থানার কেন্দুয়াদাস এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময়ে ১৬হাজার ৮শ পিছ ইয়াবা উদ্ধার ও টাটা প্রাইভ মুভার লরী গাড়ী জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, নরসিংদী জেলার বেলাব থানার রাজারবাগ আমলাবো এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মোঃ শাহিদুল ইসলাম ওরফে শাহিদ(৫০), ফেনী জেলার দাগনভূইয়া থানার হাসান গনিপুর ৩নং পূর্ব চন্দ্রপুর ইউপি এলাকার মোঃ নুর আলম ছেলে মোঃ আমির হোসেন ওরফে শাহিন (৩০), দক্ষিণ করিমপুর ৬নং দাগনভূইয়া ইউপি এলাকার মৃত আবুল হাসেম এর ছেলে মোঃ সুমন আহম্মেদ (৩২)।
পরদিন রোববার দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের তত্বাবধানে, অফিসার ইনচার্জ (ডিবি পশ্চিম) এস এম আলমগীর হোসেনের নেতৃত্বে ও এসআই খোকন চন্দ্র সরকার সংঙ্গীয় অফিসার ও ফোর্স এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময়ে রূপগঞ্জ থানাধীন কেন্দুয়া দাস সাকিনস্থ কাঞ্চন টোল প্লাজা সংলগ্ন গাউছিয়া টু ঢাকা সড়কের উত্তর পার্শ্বে তিন কন্যা রেস্তোরার সামনে খালি যায়গার উপর টাটা প্রাইম মুভার (লরী) গাড়ীর ভিতর হতে ১৬ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এবং গাড়ীটি জব্দ করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
এ সময়ে আসামী মোঃ শাহিদুল ইসলাম ওরফে শাহিদের পরিহিত লুঙ্গির কোঁচর হইতে বিশেষভাবে বাধা একটি ব্যাগ থেকে ৫০টি নীল জিপারের মধ্যে ১০ হাজার, মোঃ আমির হোসেন ওরফে শাহিন (ড্রাইভার শাহিন) এর পরিহিত প্যান্টের ডান পকেট হইতে ১০টি নীল জিপারের মধ্যে আড়াই হাজার ও মোঃ সুমন আহম্মেদের পরিহিত প্যান্টের বাম পকেটে ২টি নীল জিপারের মধ্যে ৩শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। যার বর্তমান মূল্য = ৫০ লাখ ৪০ হাজার টাকা।
আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃত আসামী মোঃ শাহিদুল ইসলাম ওরফে শাহিদের স্ত্রী পলাতক আসামী মোসাঃ খালেদা বেগম(৪৫) কক্সবাজার থেকে ইয়াবা সরবরাহ করে নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্নস্থানে বিক্রয় করে। এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি মাদক মামলায় দায়ের করা হয়েছে।
No posts found.