
রূপগঞ্জ প্রতিনিধিঃ
রূপগঞ্জে ভুলতায় সড়ক দুর্ঘটনায় জসিমউদ্দিন (৪০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত জসিমউদ্দিন কিশোরগঞ্জ জেলার বুড়িরচর এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার ঢাকা-সিলেটে মহাসড়কের ভূলতা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশসূত্রে জানা গেছে, নিহত জসিমউদ্দিন সকালে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী নরসিংদী থেকে আসা দ্রুতগামী মালবাহী ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। এরপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
No posts found.