৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৮:০৫

রূপগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে আহত

প্রাইমনারায়ণগঞ্জ.কম

রূপগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল বাতেন নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
শনিবার সন্ধ্যায় উপজেলার ডাক্তারখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আওলাদ হোসেন লিখিত অভিযোগে জানান, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মোবারক হোসেন, রাজিব মিয়া, নাঈম মিয়া, নাহিদ, ফজলুল, বিল্লাল হোসেন, ইব্রাহীমসহ অজ্ঞাত ৩/৪জন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তার ভাতিজা আব্দুল বাতেনকে পথরোধ করে পিটিয়ে আহত করে।

এক পর্যায়ে তার পকেটে থাকা ২২ হাজার পাঁচশত টাকা ছিনিয়ে নেয়। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় বাতেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: ,

বাছাইকৃত সংবাদ

No posts found.