৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ১০:৫৫

রূপসীতে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

প্রাইমনারায়ণগঞ্জ.কম

রূপগঞ্জ প্রতিনিধিঃ

রূপগঞ্জ উপজেলার রূপসী-কাঞ্চন জিসি-ভায়া মুড়াপাড়া সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার ১লা অক্টোবর সকালে মুড়াপাড়ায় নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এসময় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, রূপগঞ্জ উপজেলার কিছু সড়ক সংস্করণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে। করোনা ভাইরাসের কারণে সড়ক উন্নয়ন কাজ শুরু হতে কিছুটা সময় লাগছে। সবকিছু ঠিক হয়ে যাবে।

রূপগঞ্জ উপজেলায় ব্যস্ততম সড়কটির নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে (চুক্তি মূল্য) ১৪৩, ০০,০০,০০০ টাকা। বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রূপগঞ্জ। সড়কগুলোর উন্নয়ন কাজ শেষ হলে জনদুর্ভোগ হ্রাস এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

এসময় আরও  উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সাবেক ভিপি মনিরুজ্জামান, ইউপি সদস্য রেহেনা আক্তার, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম, সরকারী মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম,জিএস সজীব প্রমূখ।

বাছাইকৃত সংবাদ

No posts found.