৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, বিকাল ৫:২১

উজ্জীবিত আওয়ামীলীগ, অপেক্ষায় বিএনপি

প্রাইমনারায়ণগঞ্জ.কম

করোনা সংক্রমণ শুরুর পর কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দলীয় সকল কর্মসূচী ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছিলো আওয়ামীলীগ ও বিএনপিসহ সকল রাজনৈতিক দলগুলো। কিন্তু সম্প্রতি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসতে শুরু করায় স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচী পালনের অনুমতি দেয় আওয়ামীলীগ, ফলে নেতাকর্মীরা পুনরায় উজ্জীবিত হয়ে দলীয় কর্মকান্ড পরিচালনা করছে।

অপরদিকে কেন্দ্রীয় কমিটির ঘোষণার কারণে অপেক্ষা বেড়েছে বিএনপির নেতাকর্মীদের। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দলীয় সকল কর্মসূচী ও সাংগঠনিক কর্মকান্ড স্থগিত করেছে দলটি।

জানা যায়, দীর্ঘ পাঁচ মাস পর জেলার প্রতিটি থানা, উপজেলা, পাড়া-মহল্লায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীকে কেন্দ্র করে আবারো উজ্জীবিত হয়েছে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এখনো বিভিন্ন পাড়া-মহল্লায় চলছে দোয়া ও আলোচনা সভা। অপরদিকে ১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী হলেও দলের হাইকমান্ড থেকে এখনো কোনো নির্দেশনা না আসায় হতাশা ও অপেক্ষায় রয়েছে নেতাকর্মীরা।

সুত্রে জানা যায়, করোনার কারণে ২৬ মার্চ থেকে লকডাউন শুরুর পর মাঠের রাজনীতি বন্ধ হয়ে যাওয়ায় অসহায় ও হতদরিদ্রদের পাশে দাড়ানোর চেষ্টা করে আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীরা। পরবর্তীতে ১লা জুন থেকে লকডাউন শিথিল করা হলেও মাঠের রাজনীতিতে আর সরব হতে পারে নি তারা।

এদিকে করোনার ভয়কে জয় করে ধীরে জনজীবনে ব্যস্ততা বাড়তে থাকে, কমতে থাকে করোনা ভীতি। ফলে ১৫ই আগষ্ট মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে জেলার প্রতিটি পাড়া-মহল্লায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সকল সহযোগী ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে মিলাদ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিলো। এসব সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানগুলোতে সকল স্তরের নেতাকর্মীরা স্বত:স্ফুর্তভাবে অংশ নেয়ার ফলে মাঠের রাজনীতিতে আবারো চাঙ্গা হয়েছে আওয়ামীলীগের মাঠের রাজনীতি এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহল।

আওয়ামীলীগের তৃণমুলের নেতাকর্মীদের মতে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের পর থেকেই লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় মাঠের রাজনীতি। এরপর থেকেই রাজনীতিতে ধীরে ধীরে নিস্ক্রীয় হতে থাকে নেতাকর্মীরা, অনেকটা অলস সময় পাড় করতে থাকে তারা। দীর্ঘ ৫ মাস পর বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীকে ঘিরে বিভিন্ন স্থানের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে নেতাকর্মীরা পুনরায় উজ্জীবিত হয়ে উঠেছে।

অপরদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক গঠন ও পুনর্গঠন প্রক্রিয়া আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। যার ফলে নেতাকর্মীদেরকে মাঠের রাজনীতিতে ফিরে আসতে অন্তত আরো ১৮/২০ দিন অপেক্ষায় থাকতে হচ্ছে। এরই মাঝে আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরেও কোনো কর্মসূচী পালনের আদেশ-নির্দেশ পায় নি নেতাকর্মীরা। ফলে হতাশা ও অপেক্ষায় দিন কাটাতে হচ্ছে নেতাকর্মীদের।

বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মতে, করোনা পরিস্থিতির কারণে জনসমাগম বেশী হলে সংক্রমণ ছড়ানোর শঙ্কাও বেশী। তাই দলের হাইকমান্ডের নির্দেশনা পেলে স্বাস্থ্যবিধি মেনেই আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবো। আমাদের সে প্রস্তুতিও আছে। তবে দলের কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত দিবে আমরা সেই মোতাবেকই চলবো।

বাছাইকৃত সংবাদ

No posts found.