৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ১:৫২

আ.লীগকে ক্ষমতায় এনেছে নারায়ণগঞ্জ : হেলাল

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল বলেছেন, স্পষ্ট ভাষায় বলতে চাই, ১৯৮৫ সালে তোলারাম কলেজে আমরা বিএনপির গুন্ডা বাহিনীকে নারায়ণগঞ্জ থেকে বিতাড়িত করেছি। ১৯৯০ সালে এরশাদের গুন্ডা বাহিনীকে পেয়েছি যাদেরকে বাদল ভাইয়ের নেতৃত্বে, গোলাম সারোয়ারের নেতৃত্বে, মাহতাব উদ্দিন লাল ভাইয়ের নেতৃত্বে সেদিন আমরা এরশাদের পতন ঘটিয়েছিলাম।

১৯৯৬ সালে অসহযোগ আন্দোলনে সেই ২৬ দিনে ১৬ টি তাজা প্রাণের বিনিময়ে এ নারায়ণগঞ্জে অসহযোগ আন্দোলন সৃষ্টি করে সারাদেশে আওয়ামীলীগকে ক্ষমতায় এনেছে এ নারায়ণগঞ্জ।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এক প্রতিবাদ সভা ও বিক্ষুব্ধ প্রতিবাদ মিছিলে তিনি এ কথা বলেন।

সোমবার (০৭ ডিসেম্বর) বিকেলে চাষাড়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু পাঠাগারের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও বিক্ষুব্ধ প্রতিবাদ মিছিল কর্মসূচী পালিত হয়।

হেলাল বলেন, ঐ জনকণ্ঠ পত্রিকা দেখেন, ইত্তেফাক পত্রিকা দেখেন, ইনকিলাব পত্রিকা দেখেন সারা বাংলাদেশের নিউজ তিন প্যারা, নারায়ণগঞ্জ অসহযোগ আন্দোলনের নিউজ নয় প্যারা। আবু হাসনাত শহীদ মো. বাদল, জননেতা শামীম ওসমান, গোলাম সারোয়ার, জাকিরুল আলম হেলাল তাদের নাম আছে কিনা দেখেন। একই জায়গায় ৬ দিন ৬ রাত্র বসে নারায়ণগঞ্জ অবরোধ। সেই রক্তাক্ত আন্দোলনের জায়গায় কুষ্টিয়ার ভাস্কর্য নিয়ে কথা বলতে হয়। আমরা পরিস্কার ভাষায় বলতে চাই, আমাদের এক লক্ষ মা-বোনের ইজ্জতের উপর হাত দিবেন না, ৩০ লক্ষ শহীদের উপর হাত দিবেন না। ভাস্কর্য নিয়ে খেলা খেলবেন না, কোরআন-হাদিসের আলোকে সিদ্ধান্ত হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি বাদল, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সদর থানা আ.লীগের সাধারণ সম্পাদক আল মামুন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি ও ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, যুবলীগ নেতা এহসানুল হক নিপু, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর প্রমুখ।

বাছাইকৃত সংবাদ

No posts found.