
প্রাইম নারায়ণগঞ্জ:
জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, সত্য-সুন্দর সমাজ গঠনে সাংবাদিকদের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু কিছু সাংবাদিক, কিছু কিছু পত্রিকার ভুমিকার কারণেই আজকে নারায়ণগঞ্জের মানুষ, জনপ্রতিনিধিরা ঐক্যবদ্ধ হতে পারি না। কারণ সাংবাদিকরা একেকজন একেকজনের ভাবে লিখে, কেউ আমার পক্ষে লিখে, কেউ শামীমের পক্ষে লিখে, কেউ আইভীর পক্ষে লিখে, কিন্তু আসল যে ঘটনাটা সেই ঘটনাটা সত্যিকার ভাবে লিখে না। নারায়ণগঞ্জে হলুদ সাংবাদিকতা ভরে গেছে। এ হলুদ সাংবাদিকতার কারণে আজকে আমাদের মধ্যে অনৈক্য, বিভেদ, হানাহানি।
সোমবার (৩০শে নভেম্বর) বিকেলে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপির অর্থায়নে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের ষষ্ঠ তলা এবং সাংসদ নজরুল ইসলাম বাবুর অর্থায়নে নির্মিত লিফটের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিগত কিছুদিন পূর্বে জেলা পরিষদের একটা নামফলক ভাঙ্গা নিয়ে কিছু কিছু পত্রিকায় এমন কিছু সংবাদ ছাপানো হয়েছে যাতে একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। কিন্তু ঘটনাটা সত্যিকারভাবে প্রকাশ পায় নি। আমি বিশ্বাস করি সুন্দর সমাজ গড়তে হলে সত্য ও ন্যায়ের কোনো বিকল্প নাই। সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে গেলেই অনেক সময় অনেকের বিরাগভাজন হতে হয়। আমার একটা স্বভাব আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠার জন্য। যে কারণে অনেক সময় আমার দলের নেতাকর্মীদের সাথেও বিভেদ অনৈক্য হয়ে যায়।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. মাহাবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার মো: জায়েদুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক নিজামউদ্দিন, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, মডেল গ্রুপের এমডি মাসুদুজ্জামান মাসুদ প্রমূখ।
No posts found.